আলোর প্রত্যাশা, প্রত্যহই

অন্ধকারের বন্ধ দ্বারে প্রত্যহই থাকে
আলো প্রত্যাশি বিষন্ন এ মন আমার
অমাবশ্যার আধিপত্যে গন্ডগোল গোলার্ধ জুড়ে
স্নিগ্ধা প্রেয়সী চাঁদ থেকে যায় স্বপ্নের সে কোন বন্দিশালায়।

কৃষ্ণ প্রেমিক নয় গো এখন আর
সে যে বার বার আঁধারের প্রলেপ আঁকে
আমার বহু যত্নে লালিত কাগজে, ক্যানভাসে
কে যেন ঢেলে যায় ছোপ ছোপ কালিমার কালি।

সঙ্গীতের সঙ্গী হয়ে সঙ্গত করবো গানে
সুরের শব্দ-তরঙ্গে ভেজাবো হৃদয় সবার
সে আশার গুড়ে কে দিল বালি আজ
অসুরের অহংকারি অস্তিত্বে, সুরেরা অক্ষত নয় মোটেই।

বিশ্বও বিস্মিত আজ ওলট-পালটের সংসারে
শবে বরাতের আলোকসজ্জা এখন নাকি বেদাত!
আনন্দের উৎসগুলো সব একে একে বন্ধ এখন
রক্তের হোলিতে খোঁজে অসুস্থরা সব সুখ।

অকস্মাৎ আলোর সন্ধানী মন দীপাবলীতে পায় এক মুঠো সুখ
সেখানেই পেয়ে যায় আলো অনবিল দেখে ঈশ্বরের বিমূর্ত মুখ।

১৯শে অক্টোবর ২০১৭, ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *