পশলা বৃষ্টি

পশলা বৃষ্টির পেলব পরশে
ভরে গেল দীর্ঘ দিনের মরু-মন আমার
জানো কী জানো না, জানিনা আমি
মেরুকরণের রাজনীতি আজকাল হৃদয়কেও করে নস্মাৎ
শংকায়-আশংকায় কাটে সময় . চমকে থমকে যাই অকষ্মাৎ।

মাঝে মাঝে তাই আনমনা মনে
অমিত্রাক্ষরে চলে মিত্র-মনের করুণ কথা
তুমিও তখন কষ্টের কষে ভরা কলস কাঁখে
দীঘল চোখে দাঁড়িয়ে থাকো প্রেম-পদ্ম দীঘি পারে
বিপন্ন বিস্ময়ে ভাবি এ হিসেব মেলাবে কে আমারে ।

শব্দের খেলায়, বেলা অবেলায়
অনুভবেরা হেঁটে যায় যেন সৈকতের ধার বেয়ে
হারায় কখনও দ্রুত চালে চলা কাঁকড়ার মতো
আতশী কাঁচের ভেতর থেকে যখন বড় হয়ে ওঠে অনুভব
তুমিও তখন অকষ্মাৎ ভাঙ্গো নিশ্চল নীরবতা; হও সচল সরব।

স্বচ্ছ শব্দদের নিয়ে বিপ্ন্ন হই প্রায়ই আজকাল মাঝে মাঝে
ভোরের আলোর সন্ধানে না যেন হারাও অকাল সাঁঝে ।

১৬ ই অক্টোবর ২০১৭, ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *