আকাশ চাওয়া

যে গুমোট আকাশের নীচে বসবাস আমাদের
নক্ষত্রের সন্ধান যেখানে চলে নিয়তই
সেই আকাশ-প্রিয়তায় কেটেছে বহুকাল
রূপ কথার গল্পের মতোই বলি না হয়
একদা সেখানে দেখেছি কদম থেকে কাশের বিবর্তন
দেখেছি সেখানে চিত্রা নদীর বিচিত্র গমনাগমন ।

আকাশ বেয়ে উঠে আসা স্বপ্নের সম্ভার
ফ্যাকাশ হয়ে যায় জীবন ও যানজটের ঝঞ্ঝাটে
ঝাপসা চোখে ইচ্ছে করে, দেখি আবারও তোমাকে
একদা যে ছিলে ইহলৌকিক ধ্রুবতারা হয়ে ।
লুকিয়ে থাকো জানি হাজার তারার মাঝে মেঘের আড়ালে
এমন আশ্বাসে বিশ্বাস নেই যে সহসা পাবো হাত বাড়ালেই।

আকাশের আল পথ ধরে হাঁটবো যখন আমি
সেই পুরোনো প্রেমের বাঁশি চুম্বন করে
কাশ-বনের আকাশ পথে তখনও কি লুকোবে তুমি
যেমন করে লুকোচুরি খেলেছো বৈশ্বিক এই বৈঠকখানায় ?
নাকি নির্মল নিশ্চয়তায় ভ’রে দেবে আমার এই দীর্ঘ আকাশ-চাওয়া ?
মেঘমল্লার রাগে , কাঁপা অনুরাগে শেষ অবধি যদি বা হয় পাওয়া ।

বিহঙ্গের সঙ্গমের সেই সুক্ষ সুখ নিয়ে শুরু হবে আবার পথচলা
নিস্পৃহ নীরবতার অবসানে , কানে কানে কত কথা বলা।

১৫ ই অক্টোবর ২০১৭, ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *