শারদ শিশির মতো শব্দরা তোমার ঝরে পড়ে
দূর্বা ঘাসের রং-চটা হৃদয়ে আমার
ইচ্ছে করে ফিরে যাই আবার সবুজাভ ঐ অস্তিত্বে
শব্দদের অনুভব করি নিঃশব্দেই কেবল।
স্বচ্ছ শব্দদের আক্ষরিক শরীর পেরিয়ে গভীরে আরও
অকষ্মাৎ দেখি হৃদ্যিক সেই অনুভূতি
হারায় যা দূরারোগ্য দুঃস্বপ্নের সংক্রমণে বার বার ।
খুঁজে পেতে বড় সাধ জাগে তাকে আরও একবার।
শব্দের সেতার যখন সাধো ঐ আঙ্গুলের কোমল পরশে
ক্ষত-খরা রোদে অক্ষরে অক্ষত হই আবারও
হৃদয়ের রক্ত ক্ষরণে প্রাণের স্পন্দনের স্পর্ধা দেখে
হয়ত হতবাক তুমি যতটা, ততটাই আমি ।
জানি তবু জানি তারের ঐ ইস্পাতের ভেতর থেকেই
আসে সুরলহরীর সবটুকু কোমল গান্ধার
ওই কঠোর আবরণেই থাকে ভালোবাসার কোমল ইঙ্গিত
শব্দরা অকষ্মাৎ হয়ে যায় তখন অনুরাগে রাঙা রাগ সঙ্গীত।
মেঘলা আকাশে চন্দ্রিলা ভালোবাসা করে লুকোচুরি
শব্দের খেলায় যতবার হারি আমি
ততবারই দেখি তোমাকে ঐ তরল শব্দের আড়ালে
তন্বী-তরুণীর চমকে চঞ্চল হরিণী।
নিপুনা এক রাঁধুনির মতোই শব্দের জাল বুনে যাও সকাল বিকাল
বাধার বেড়াজাল পেরিয়ে আমিও ছুঁয়ে দিই তোমার শব্দের শরীর
ইমোজি দেওয়ার বৈদ্যূতিন বিদ্যা ভাগ্যিস করনি তুমি রপ্ত
নইলে তোমার ওই হাসিটুকু পেতে হতাম কেবল অনুতপ্ত।
শব্দের প্রতীক্ষায় তাই কাটে প্রায়শই শীতের সুদীর্ঘ রাত
মেঘলা সকালে এক বিন্দু শব্দ, অতঃপর বৃষ্টিতেই দৃষ্টিপাত।
১৩ ই অক্টোবর ২০১৭, ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed