জন্ডিসে আক্রান্ত এখন পাতারা সব
ঠিক আমারই মতো পতনের প্রতীক্ষায়
কাটাচ্ছে অবশিষ্ট সময়টুকু ।
হৈমন্তি হাওয়ায় জানি উড়ে যাবো সহসা
তবু গোপন একটা সুক্ষ আনন্দে ভরে ওঠে বুক
হেমন্তের এই হলদে রূপ দেখতে আসবে জানি ।
ঝরে পড়ার আগে ঝুলে থাকার অসহায় মূহুর্তটি দেখবে
খুঁটিয়ে খুঁটিয়ে , ভালোবাসার খুঁটি এখনতো দূর্বল অতি ।
কৈশোরিক আনন্দে হয়ত হাত তালি দেবে তালে তালে
বিবর্ণতাকে বর্ণময় করে তুলবে তোমার চিত্তের চোখে
রঙিন চশমা বদলাবে বার বার, সেলফোনের সেলফিতে ধরবে
উষ্ণ উচ্ছলতাটুকু তোমার , দৃষ্টি এড়াবে জল ছল ছল এ চোখ আমার ।
দমকা হাওয়ায় আচমকাই হয়ত ঝরে পড়বো মাটিতে
কিংবা বম্বে সিনেমার নায়কের মতো বোম্বেটে কায়দায়
নেমে আসবো তোমারই অদৃশ্য কোন আঁচলে
দূরের আমাতে আগ্রহ ছিল যত, কাছের আমি আবর্জনা রীতিমতো
তোমার দেহের উষ্ণতা বেয়ে নামবার আগেই, নামাবে আমায়
ধূলোয় ধূসর অচনা এক উঠোনের মাঝখানে।
অন্য কোন পাতা , অন্য কোনখানে গণ্য হবে জানি হৃদয়ের কাছাকাছি
হাওয়ায় উড়ে উড়ে ,জানান দেবো জানি আছো তুমি বলে আমিও আছি।
১১ই অক্টোবর ২০১৭ , ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed