নিজেই নিজের রূদ্ধ করে শ্বাস
খেলছি হাডুডু প্রতিদিন
জিতবো যে এ খেলায় পাইনি আশ্বাস
আশার আলো হয়ে এলো ক্ষীণ।
জীবন এখন বৃত্তের পরিধিতে আবদ্ধ
খেলা চলে সেই আবর্তে
হিসেবের খাতায় যেটুকু জ্ঞান হয়েছে লব্ধ
সে নিয়েই বসবাস, মারমুখি এ মর্তে।
শক্তিতে বলীয়ান মানুষের সব প্রতিপক্ষ
চলচ্চিত্রেই নায়ক জয়ী বরাবর
খল নায়কেরা বিশ্বে গড়েছে নতুন অক্ষ
পরাজয়ী তাই নারী এবং নর।
ঘন মেঘেরা ঢেকে ফেলে আকাশের সব তারা
প্রতীক্ষার পেখম মেলে না ময়ুর এ মন
নামে না আর তেমন করে প্রত্যাশার ওই বৃষ্টি ধারা
বসে থাকি নির্বিকার এলো বলে সমন।
বন্ধ করার আগে জীবনের বিশাল খেরো খাতা
ধরতে চাই মেলে মানবতার অভিন্ন এক ছায়া-ছাতা।
৪ঠা অক্টোবর ২০১৭, ম্যারিল্যান্ড
Copyright@Anis Ahmed