শব্দরা আজকাল আঘাতে আঘাতে জর্জরিত বার বার
সুরেরা রক্তাক্ত হলো , কবিতা এখন সুদুর পারাপার
চেষ্টা করি অসংখ্য বার মেলাবো নিশ্চয়ই কবিতার ছন্দ
মাত্রাতিরিক্ত হিংস্রতায় মেলে না মাত্রা , মনে লাগে ধন্ধ
পাথরের চোখে জল দেখি আমি , মানুষের চোখে পাথর
উচ্ছল প্রাণগুলো সব নিমেষেই নীরব নিস্তব্ধ, নিথর
ঈশ্বরের ঈপ্সিত ভালোবাসাগুলো বড় বেশি প্রান্তিক আজ
ঘুঘুর ডাকে শুনি অশুভ বারতা , ঘৃণার ডঙ্কা বাজানোই কাজ।
মাঝে মাঝে মনে হয় হবে না লেখা আর কোন কবিতা
ঝাপসা হয়ে আসা চোখে দেখি ম্লান মানবতার ছবিটা
আনন্দ বেদনায় কোথা্ও পাইনা খুঁজে নন্দনের সেই সুক্ষরূপ
ভিন্ন এক নন্দন কামনায় নিমজ্জিত দানব, উন্মুক্ত মৃত্যু-কূপ।
আলাপেরা সব বিলাপে হারায় , মানুষেরা হয় সব অমানুষ
কবিতার খাতা শুণ্য থেকে যায়, যতই উড়াই কল্পনার ফানুস।
২রা অক্টোবর ২০১৭, ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed