না

ব্ড্ড বিপন্ন বোধ করি আজকাল
যে অতি ক্ষুদ্র শব্দটি তোমার কাছে বড় প্রিয়
আমার কাছে অপ্রিয়তার কাঁটা হয়ে বিঁধে ।
যে শব্দ নিয়ে ঘর করছো তুমি প্রত্যহই
গোটা বসন্তকাল জুড়ে যে শব্দ নামায় তুষার ঝড়
শীতের শেষেও যে শব্দ ভোলায় বসন্তের প্রত্যাশা
সেই ক্ষুদ্র শব্দটি নিয়ে তুমি খেলা করো প্রতিদিন
শব্দটি শুধু ভাঙ্গে বার বার যেটুকু স্বপ্ন ছিল ক্ষীণ।

গোলাপ যেমন কাঁটার কোটরে থাকে নিশ্চুপ
তেমনি তুমিও ঢেকে রাখো ঐ শব্দের আড়ালে
তোমার প্রাপ্তিটুকু , কিংবা যেটুকু তুমি হারালে।
আমি ঐ শব্দ-দেয়ালের বাইরে থাকি অহর্নিশ
কখন ভাঙবে ডিমের খোসার মতো শক্ত সে শব্দ
সে প্রত্যাশা নিয়েই কেটে যায় কয়েক ঋতু
র্আঁকড়ে ধরে থাকো শব্দকে তুমি, যেন যক্ষের ধন
যদি ও জানি আমি এ নয় তোমার পরিপূর্ণ মন।

আলো হাতে দাঁড়াই যখন ঐ জানালার পাশে তোমার,
দেখো কেবলই আলোর ছায়া, দেখো নাতো ছায়ার আলোটুকু
নিষেধের বেড়াজালে নিজেকে বাঁধো নিজেই যতবার
ততবারই বেদনার মেঘ এসে ভর করে হৃদ গগনে আমার
বৃষ্টি হয়ে ভেজাবো তোমায় এমনই ভেবে এগোই গুটি গুটি পায়ে
নিষিদ্ধ শব্দের ছাতা মেলে ধরো নিতান্তই নিঃশব্দেই।
আরেক বর্ষা কিংবা বসন্তের প্রতীক্ষায় থাকি আমি
শব্দটি হবে যখন অতীব অতীত, আলোয় ভরবে সেই আগামি।

না গো না , তুমি আর বলো না ক’ না
হবে জানি হ্যাঁ , মিলে উভয়েরেই না।

৩০শে সেপ্টেম্বর ২০১৭, ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *