প্রার্থনা ও পরিহাস

বিশ্বমন্ডপে মন্ডপে আজকাল মহিষাসুরেরা মারমুখো
দূর্গতি নাশিনিরা অসহায় দূরারোগ্য এ বিশ্বব্যাধির মুখে
শরতের ভোরে যে শুভশক্তির অভ্যূদয় সাংবাৎসরিক
তাকেই তিলে তিলে নিঃশেষ করে দেয় অসুরের দলেরা।

শিউলির স্নিগ্ধতায় বরণ করার মূহুর্তদের আজ কাল
হঠাৎই হরণ করে নিয়ে যায় দুষ্টচক্রের লোকেরা
নমস্কারেরা সব স্থবির হয়ে পড়ে তস্করদের তেলেসমাতিতে
বস্ত্রবিহীন দ্রৌপদির মতোই বিশ্ব আজ লজ্জায় আনত ।

দেবী ও দৈত্যের কিংবদন্তীতূল্য সংঘাত
সে তো চলছে সৃষ্টির সেই প্রথম প্রহর থেকেই
দুঃখ কেবল এখানেই যে দৈত্যরা বসে যায় ইদানিং
দেবতার আসনে । পাল্টে যায় খেলার এই পাশাগুলো।

এই ভ্রান্তিবিলাসে বিভ্রান্ত হয়ে পড়ে বিশ্বের তাবৎ মানুষকুল
কাঁটাদের অনাবশ্যক আধিপত্যে , খুঁজে পায় না সেই ঐশ্বরিক ফুল।

২৭শে সেপ্টেম্বর ২০১৭, ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *