চিত্ত-চাতকের চোখের প্রতীক্ষা

সহজাত কার্পণ্যের কারণেই কখনই দেবে না হৃদয়
সে কথা জানি আমিও। পাছে মণ দরে বিক্রি হয়ে যায়
মনটি তোমার তাই আগল দিয়েই আগলে রাখো বারবার
কড়া কথা শোনাবে ভেবে কড়া নাড়া হয় না আমার আর।

আমিতো প্রস্তুত আছি বিত্তবিহীন এ চিত্ত মেলে নিত্যই
কেবল চেয়েছি বিনিময়ে এক জোড়া চঞ্চল চোখ তোমার
যেমন আছে মনটি তোমার তেমনি না হয় থাকুক
চোখ পাবে সে যে, সেই আশায় ডাকছে হৃদয়-ডাহুক।

সকাল থেকে বিকেল অবধি বেলা গড়ায় চোখের প্রতীক্ষায়
তবু হিসেবি হৃদয় তোমার মেলে ধরে না চোখের পাতা
পাতাল রেলের যাত্রায় বলো কিংবা বলো পথ-মেলায়
চোখের সন্ধান চলে নিত্য-নৈমিত্তিক বেলা এবং অবেলায় ।

স্বপ্ন থেকে অনেকটা পথ পাড়ি দিয়ে আসি বস্তুময় বিশ্বে
খুঁজি সেই চোখ বুদ্ধি ও বোধির মিথস্ক্রিয়ায় যে অনন্য বরাবর
সন্ধান চলে অবিরত রোমান্সে রঞ্জিত এক জোড়া চোখের
দৃষ্টি ফেরাই কেবল তোমার দিকেই দৃষ্টি এড়িয়ে লোকের ।

দৃষ্টি বিনিময়ে দুষ্ট কিশোরের মতোই দিবানিশি থাকি তৎপর
পালিয়ে বেড়াও তুমি ও জানি , জানিনা কি হবে অতঃপর ।

২৪শে সেপ্টেম্বর ২০১৭, ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *