ভালোবাসা যতটা বিমূর্ত বলেছিলেন প্লেটো
তারও চেয়ে অনেক বেশি বায়বীয় জেনো
কদলী বৃক্ষের চেয়েও কোমল এতটাই
যে আঁকড়ে ধরতে চাইলেই সমূলে হয় উৎপাটিত।
প্রেমের মানচিত্র আঁকা পাতা পাওনিতো এখনও
অযথা তাই অহর্নিশ এঁকে যাও অভিমানচিত্র
ভিন্ন এক পাতায় অবস্থান তোমার নিজস্বতার
অভিন্নতাতো কেবলই স্বপ্নের সাজানো সামগ্রি।
ভালোবাসার বয়স তো আর যায় না মাপা গাছপাথরে
আমিও তো নই কোন প্রদর্শনী-প্রিয় মোঘল সম্রাট
প্রেম প্রদর্শনের এমন কারুকাজ শিখিনি কখনও
যে অকষ্মাৎ মনের কোণে গড়বো মম তাজমহল।
এখনও খটকা লাগে মনে কতটা খাঁটি ছিলো কে জানে
শাজাহানি ভালোবাসায়, নাকি মেশানো ছিল খাদ
অলংকারকে যতটা করেছে অমূল্য এবং ওজনদার
ততটাই কমেছে জানি সোনা-মনের সোনালি সকাল ।
ভোর হওয়া ভালোবাসা , গড়ায় না কখনই মধ্যাহ্নে
সে শিউলি ফোটে সকালে যেমন , তেমনি শারদীয় সায়াহ্নে।
১৯শে সেপ্টেম্বর ২০১৭, নিউ ইয়র্ক
Copyright@ Anis Ahmed