স্বাগতিক নয়,এমনই স্বগতোক্তি

বিস্ময়কর বন্ধ্যা বিশ্বে বসবাস বলেই
হৃদয়ের অশ্রুপাত
ঘটে না অকষ্মাৎ
বিবেকের বিস্তৃতি বন্ধ বলেই বিব্রত নিশিদিন
এই সামান্য আমি
জানেন অন্তর্যামী
বড় বেশি যেন নিজেতে নিজেই আবদ্ধ ।
এ মন প্রচার সর্বস্ব
দেখে না যে নিঃস্ব
সকল অর্জনই যেন বিসর্জনের নামান্তর।

মেঘে ঢাকা দিন যখন হারাবে তারার মেলায়
হৃদয়ে র’বে অনুশোচনা
জানেনা শেষ, কিংবা সূচনা
বিভেদের বিভ্রান্তিতে নিজেরই তোলা দেওয়ালে
বন্দি থাকি বার বার
জগতের এ নিত্য কারবার
ব্যবসায়ী এ মন আমার বোঝে না আজও জানি
কয়েকটি বর্ণমালা
নিরন্তর অন্তর্জ্বালা
মেটায় মাঝে মাঝে কবিতার অনুসঙ্গ হয়ে।

কাব্যকথার বাইরের বেদনাটুকু বিশ্বভূবনের ভব্যতা কেবল
সরল অংক কষতে গিয়ে দেখি ভেতরের সবটুকুই গরল।

১৮ই সেপ্টেম্বর ২০১৭, নিউ ইয়র্ক
Copyright@ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *