আটপৌরে এক প্রেমের কথা

শিলং কিংবা শিলচরের কোন পাহাড়ে নয়
অকষ্মাৎ ঝর্ণার জলে নিমজ্জিত
আলতা মাখা কোন পা দেখেও নয়
পাহাড়ের বাঁকে আটকে পড়া
মোটর গাড়ির রাবিন্দ্রীক ছাঁদেও নয়
এক আটপৌড়ে রূপেই দেখতে চাই তোমাকে ।

সে দিন, সেই যে কাশফুলের সুশোভিত সভায়
দেখেছিলাম তোমাকে তুলা তুলতুলে মেঘের আড়ালে,
নীরবেই এসে দাঁড়ালে ,বুঝতে পারিনি
কাশের গুচ্ছে গোছালো এ ও কী ফুল
সেই ভাবে ফিরে এসো
ফেলে এসো মনের সব ভুল।

মনে আছে কী বঙ্গোপসাগরের তীর ধরে
নীল জলে আলতো ভিজিয়েছিলে তোমার
আলতা মাখা পা’য়ের কোমল পাতা
ছাপ রেখেছিলে নরম বালির গরম দেহে
ইচ্ছে করছিলো বড্ড বেশি সেদিন
না হয় ক্ষুদ্র বালুকা কণায় হয়ে যাই বিলীন ।

বহু মানুষের ভীড়ে যখন দাঁড়াও তুমি
আমিতো দেখি একাকী তুমিই শুধু তুমি
তাঁতের আটপৌড়ে শাড়ির ভাঁজে ভাঁজে
ভেজাও তুমি মন আমার গোপন গহ্বরে
চোখের গভীরতায় ডুবে যাই অহর্নিশ
হৃদয়ে থেকে যায় ভালোবাসার বাস্পে ভেজানো বিষ।

সমুদ্রপারে সেই যে সেদিন পাথরে বসেছিলে তুমি
পাথর গলেছিলো তোমার উষ্ণতার পরশে
ফুঁসে ওঠা ফেনিল তরঙ্গ, পরশ পেল ঐ অঙ্গের
তারপরই শান্ত হলো অকষ্মাৎ সঙ্গম সুখ শেষে ।
কেবলই ভাবি চুম্বনে ভরাবো তোমার প্রশস্ত কপালের টিপ
তার পর হয়ে যাবো একদিন ডাগর চোখে প্রেমের প্রদীপ ।

১৪ই সেপ্টেম্বর ২০১৭, ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *