কোন দোষী নয় অথচ ক্রন্দসী মানুষকে দেখি আমি
নাফ নদীর বহতা স্রোতে ভেসে যায় অবিরত
উৎপাটিত মানুষেরা সব উৎকন্ঠিত হৃদয়ে দেখে
উখিয়ার উষ্ণতায় বাঁচার স্বপ্ন, অকস্মাৎ এবং অস্পষ্ট ।
বার বার দেখি রক্তাক্ত রাজপথ এবং মানচিত্রের অনেকটাই;
সেই যে দেখেছিলাম মুখ থুবড়ে পড়ে থাকা মানবতা
সমুদ্র তরঙ্গে ভেসে আসা নিস্তরঙ্গ আইলান কুর্দির দেহ
সেই দুঃস্বপ্নের কাছে আজও রয়েছে বন্দি বিশ্ববিবেক ।
এখনতো স্বয়ং গৌতম বুদ্ব বিষন্ন বেদনায় দেখেন
বোধি বৃক্ষগুলোতে হিংসার লেলিহান অগ্নি শিখা
সম্রাট অশোক লজ্জায় আনত হন একদা ধর্মান্তরণে
এখনতো অহিংসার আদ্যাক্ষর মুছে দিল পাশব সব শক্তি।
জেগে উঠুন আবার মুহাম্মদ, বুদ্ধ এবং খ্রীষ্টরা সকলেই
দোহাই সবার, মানবতা যেন আর যায় না কখনই বিফলে।
১২ই সেপ্টেম্বর ২০১৭, ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed