মেঘ দেখলেই সূর্যের প্রত্যাশা !
না, না সেতো পুরোনো প্রবচন মাত্র
প্রেমের প্রবাদে মেঘের কাছে প্রত্যাশা আমার
অঝোর ধারে ভালোবাসার বৃষ্টিতে নেয়ে ওঠার।
মরুভূমি মন হবে মরুদ্যান সে দিনই জানি
যখন মেঘের গর্ভপাতে হবে জলপ্রপাত
খরায় ক্ষয়ে যাওয়া জলবিহীন জলধি হৃদয় যখন ধুধূ
নির্জলা সত্য চায় নাতো , চায় ভেজা ভেজা স্বপ্নদের শুধু।
উত্তপ্ত জৈষ্ঠের যৌবনকে উস্কে দাও জানি
মেঘ হয়ে যখন ঘোরো আমার ঝুল বারান্দার ঠিক ওপরটায়
প্রেম প্রত্যাশী পুরুষ তখন হাঁটু গেড়ে থাকে আনমনে
এই তো নামবে বুঝি বৃষ্টির ধারা , প্রতীক্ষা ক্ষণে ক্ষণে।
মাঝে মাঝে ঝরাও জানি কিঞ্চিৎ কদাচিৎ বিন্দু বিন্দু জল
মরু-মনে পৌঁছানোর আগেই বিরোহের বালিতে হয় বিলীন
নিপুণ কৃপণতায় ভালোবাসা বিলাও কেবল ততটুকুই জানি
যতটা বাড়ায় তৃষ্ণা অহর্নিশ, থেকে যায় নিশ্চুপ সব বাণী ।
প্রতীক্ষার অনুক্ষণগুলো মরু-ঝড়ে বার বার হারায় পথ
কখনও কখনও উৎসবের উষ্ণতায় খুঁজে পায় রথ।
১০ই সেপ্টেম্বর ২০১৭, ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed