অরিন্দমের স্বপ্নের দৈর্ঘ্য যতই বাড়ে শনৈঃ শনৈঃ
ততই ছোট হয়ে আসে নিবিড় নিদ্রা ক্রমশ
হাত বাড়ালেই ছুঁবে বুঝি স্বপ্নিল সত্যটাকে
ভাবতে ভাবতেই সত্য রূপান্তরিত হয় মিথ্যায়।
অরিন্দমের বৃক্ষরা হবে সব সাংবাৎসরিক ফলবতী
এমনই প্রত্যাশার মূহুর্তে চলে আসে পাতা ঝরার মৌসুম
হলদে রঙের পাতা কুড়োবে সারাটা দিন অরণির হাত ধরে
ভাবতে ভাবতেই ঝড়ো বাতাসে উড়ে যায় পাতারা সব ।
বাতাসেই না হয় মেলবে পাখা স্বপ্নপুরির সন্ধানে
ওড়াবে লাটাইবিহীন রঙিন ঘুড়ি , আকাশের কাছাকাছি
চরকা কাটা চাঁদের বুড়ি না হয় হবে তখন ঊল বোনা অরণি
ভাবতে ভাবতেই মেঘের পাহাড়ে হারিয়ে যায় চাঁদের চাঁদমুখ ।
আচ্ছা না হয় মেঘেই ভাসবে অরিন্দম অনন্ত সময়ে
না হয় ভিজবে ভেজাবে মেঘেরই পেলব প্রেমী পরশে
অরণি না হয় কাঁধে রাখবে মাথা , মেঘের পাহাড় পেরোলে
ভাবতে ভাবতেই মেঘ ভাঙা রোদ নিবিড়তাকে নাম দেয় নষ্টামি।
নিরাশ্রয়ী প্রেম এখন অকস্মাৎ বনবতী এক চঞ্চলা হরিণি
অরিন্দম বলে কোথায় এখন বুকে আগুন জ্বালানো সেই অরণি।
৬ই সেপ্টেম্বর ২০১৭, ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed