সেদিন অকষ্মাৎ কবিতার অক্ষরেরা সব
হয়ে গেল প্রেমের বিন্দু বিন্দু বৃষ্টি
শব্দের সীমানা পেরিয়ে ভালোবাসার
গৃহ নির্মাণের একী মধুর সৃষ্টি।
মেঘলা মন নিয়ে একাকী বসে থাকো যখন
বন্ধ জানালার ঐ পাশে
তখনও জানি তোমার হৃৎপুকুরে নিতান্ত
নিঃশব্দ চরণে প্রেম আসে।
নির্লিপ্ত মনেই কবিতার উঠোনে ফোটালে তুমি
ভালোবাসার থোকা থোকা ফুল
শব্দের পেলব পরশে ছোঁয়ালে আমার হৃদয়
এতো নয় মস্ত বড় ভুল ।
ব্যাধির বিস্ময়কর সংক্রমণ ঘটালে হৃদয়ে আমার
চিকিৎসক কোন চাইনে আমি আর
এই সংক্রমণের সংযোজনে না হয় বাকিটা বেলা কাটুক
ইচ্ছে করে নাতো চাইতে কোন ছাড়।
তোমার শব্দের স্নিগ্ধ পরশে না হয় জেগে থাকি আরও কিছুক্ষণ
তোমার কবিতার দেয়াল ঘেঁষে, পড়ে থাকুক না হয় এ রুক্ষ মন।
৫ই সেপ্টেম্বর ২০১৭, ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed
।