বিষন্নতা, ঈদেও

উৎসবের উচ্ছাসে উদ্ভ্রান্ত এই আমি
বানভাসি মানুষের মতোই উৎখাত হয়ে যাই
নিজেরই বিবেকের শক্তভূমি থেকে বার বার ।
গড্ডালিকা প্রবাহে ভেসে যাই প্রায়শই
কখনও ফিরে আসি যুক্তির মুক্ত এক মনভূমিতে
আবেগে আপ্লুত হয় আবারও আমার এই আমি ।

ত্যাগ ও ভোগের মধ্যে ইদানিং দূরত্ব কমে এসছে ক্রমশই
ত্যাগের অজুহাতে ভোগের আয়োজন চলে সর্বত্রই
ঈশ্বরের প্রতি ইব্রাহিমের ভালোবাসাকে মূলধন করি আজকাল
তাঁরই দোহাই দিয়ে পশু জবাইয়ের আয়োজন যত্র তত্র।
আমাদের পাশব প্রাণের ইচ্ছায় রক্তের নদী বয় অলিতে-গলিতে
অথচ খোদ খোদার ভালোবাসার মানুষেরা সব ভাসমান এখন।

বিত্তের বৈভবে যাঁরা নিত্যই হারান চিত্তের চেতনাটুকু
ফিরেও দেখেন না রোহিঙ্গাদের রক্তাক্ত এক প্রান্তিক অবস্থান
লক্ষ টাকার গরু কোরবাণীর গৌরবে ভাবেন নিজেই মহীয়ান ।
কুটতর্কে তাঁরা ধর্মকে নিয়ে যান ভক্তির বদলে শক্তির খোলা মাঠে।
কী নির্লজ্জ হাসি হেসে ফেইসবুক ভরান মনুষত্ব হত্যার নানাবিধ চিত্রে
প্রায়শই তাই ত্যাগ ও ভোগের মধ্যে শুভঙ্করের সমীকরণ চলে দিব্যিই ।

গৌতম বুদ্ধ এবং ঈশ্বর উভয়ই হাসেন মুচকি হাসি বোধির এ বিপন্নতায়
নিজেকে নিজেই দ্বিধান্বিত করি প্রত্যহই আমি, মন ভ’রে যায় বিষন্নতায়।

৩রা সেপ্টেম্বর ২০১৭, ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *