পুনঃ মঞ্চস্থের আবেদন

অনির্বাণ তার এই জাজ্বল্যমান অস্তিত্ব নিয়ে
ইদানিং বড়ই বিব্রত , অকষ্মাৎ এক ফুৎকারে
নিভিয়ে দেবে , তেমন আত্মহননকারি ব্যক্তি সে নয়।
একচিলতে বাগানে তার সাফল্যের ফোটা ফুল
প্রশংসার পারফিউম মেখে নিত্যই দিব্যি চলাচল
জীবনের প্রশস্ত পথ যদিও ক্রমশ সরু হয়ে আসা।

মধ্যদিনের আলো স্তিমিত তৃতীয় প্রহরের প্রসারে
জীবনতো এখন দর্জির হাতে ধরা এক খন্ড কাপড় যেন
তাঁরই নকশা মতো কাটবেন তিনি, ছাঁটবেন ও তিনি ইচ্ছেমতো
নীরব নিস্তরঙ্গ পড়ে থাকি অনির্বাণ, এই আমি মাপজোপের টেবিলে
শুধু চাই , নিতান্তই নীরব প্রার্থনায়, যদি এমনই জীবন হতো অনন্ত।
আহা যদি জগতের এই নাটক, আবার মঞ্চস্থ হতো প্রতিশ্রুত পরলোকে ।

নাট্যকার ও পরিচালক এক অভিন্ন অদৃশ্য সত্বা সে কথাতো জানিই
জানি এ কথাও আমি চাইলে কিছু তাঁর কাছেই চাইতে হবে
নইলে তা হবে ঘোরতর অপরাধ ,বেঘোরে হারাবো সব ।
তাই সেই অবিনশ্বর ঈশ্বরের কাছেই নিত্যই প্রার্থনা আমার
পরলোকের অলৌকিক প্রাঙ্গনে যেন পেয়ে যাই এমনই সুশীল শিল্প
সংস্কৃতি ও এমনই যা আমার দেহ মনকে লালন করেছে প্রত্যহই ।

অজানা সে অন্য জগতে শুনতে পাবো কি অনন্তকাল রবীন্দ্রসঙ্গীতের সুর আমি
সেখানেও কী নির্বিঘ্নে তোমাকে নিয়ে এমনই শব্দের নিঃশব্দ খেলা খেলবো হে অন্তর্যামী।

২৭শে অগাস্ট ২০১৭, ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *