ভালোবাসার বৈদূতিন বিপর্যয়

ডিজিটাল জানালায় টোকা মারার এ সব দিনগুলোতে
ভালোবাসার প্রশস্ত দরজাগুলো যেন একে একে বন্ধ
কয়েক মুঠো উষ্ণতার অপেক্ষায় কেটে যায় দিন ,
রাত ও কাটে দিব্যি কারণ লোকে বলে প্রেম নাকি অন্ধ !

নানান রঙের ‘ইমোজি’তে ভরে যায় সংলাপের পাতা আজকাল
শুধু বাজে না বীণা আগের মতো , নিষিদ্ধ যেন ইমন রাগ
বোতাম টিপেই প্রেম আসে , বোতাম টিপেই চলে যায় প্রেম
নিত্যই চলে খোঁজাখুঁজি , হায় কোথায় গেল অনুরাগ । ঋদ্ধ

হাসি ও কান্না দুটোই এখন মুঠো ফোনের বোতামে যায় বদলে
চিনতে পারিনা মোটেই চিরচেনা ভালোবাসার সেই সত্য
কতটা আসল , কতটা নকল , কতটা বিনয় কিংবা অভিনয়
সবটুকুই আড়াল করে যায় নিত্য নতুন তথ্য ।

অনুভবের আঙিনা শূণ্যই থেকে যায় , ল্যাপটপের স্ক্রিন যতই হোক সমৃদ্ধ
অক্ষরে চিত্রে যতই আঁকো হৃদ্যিক কথা , হৃদয় হয় না সহজে ঋদ্ধ ।

১৬ই অগাস্ট ২০১৭, ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *