পাথর ও প্রপাতের সংঘাতে বড়ই বিচলিত এ মন
যেখানে প্রপাতের পক্ষচারী এ হৃদয় কেবলই খোঁজে দোষ
পাথরের প্রতিবন্ধকতায় ক্রমশই বাড়ে রোষ
পুনশ্চ প্রপাতের বহমানতায় খুঁজে পায় প্রাপ্তির পূর্ণ প্রসন্নতা ।
বোঝে না অবুঝ এ মন , প্রস্তরের আস্তরণে বাধা পায় অহর্নিশ
পাথরের প্রচন্ড আঘাত না পেলে ঝর্ণা কি হতো এমন বহমান
তাহলে কেন অসময়ে করে অযথা এ অনর্থক অভিমান
কেন তবে এখনও পাথরের প্রতিপক্ষে পুষে রাখে এক বুক ক্ষোভ ।
পাথুরে পাষন্ডতা পেরিয়ে মুক্তি যে পায় ঝর্ণা , জানেনা সে নিজেও
মণিপুরি মুদ্রার এ নাচ এলো সেই শক্ত বাধা পেরিয়ে
নইলে কখনও কি আসতে তুমি নির্ঝরের রূপে বেরিয়ে
বন্দিনী সত্বায় স্বপ্নরা হতো তখন আঁধারের বাধায় বিবর্ণ
আজ তাই ছান্দিক গতিতে শব্দরা বাজায় সদ্য পাওয়া জলতরঙ্গ
তোমারই মতো আলোয় স্নাত হই , নন্দিত এক প্রত্যূষে হয় নিদ্রা ভঙ্গ।
১১ই অগাস্ট ২০১৭, ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed