ভোরের স্নিগ্ধ আলোর মতোই
তোমার অঞ্জলিতে তোলা ফুলগুলো চলে আসে অন্তরের অন্দরমহলে
কফি কাপের উষ্ণতায় অনুভব করি
সম্পুর্ণ সত্বা ,তোমার দেহ মন সব কিছু একাকার হয়ে ধরা পড়ে ।
ব্যাকরণে পড়া সুত্র ধরেই চলি বরাবর
শূন্য যে স্থানগুলো হৃদয়ের খাতায়, চুম্বনে চুম্বনে পূর্ণ করার তাই প্রয়াস ।
জাগিয়ে যাও প্রতি ভোরে যেমন করে
তেমন করে জাগো না তো নিজে , তন্দ্রায় আচ্ছন্ন থাকার আরোপিত আনন্দে।
তোমার অন্ধকার অলিন্দ দিয়ে
বার বার হেঁটে যাই আমি , জাগানোর ব্যর্থ চেষ্টায় নিজেই জেগে থাকি সারারাত
তখনও তুমি মেঘলা ঘুমের অপর পারে
স্বপ্নের তুলি দিয়ে এঁকে যাও নানান রঙের ভবিষ্যত চালচিত্র ।
সেখানে আমি নিতান্তই এক
ক্ষয়ে যাওয়া অস্তিত্ব , সাদা কালোয় জড়ানো।প্রাচীন কালের এক স্থির চিত্র
যাতে না আছে রঙ , না আছে চলমানতা
ছায়াছবির নিপুণ নির্মাণে।ছায়া হয় দীর্ঘ যত , ততটা স্পষ্ট নয় ধূলি জমা ছবি আর।
এখনতো মধ্য দিনের সূর্যের মতো উত্তাপে জ্বলে ওঠার সময় আমার
অমাবশ্যার অবসানে চাঁদের স্নিগ্ধতায় জেগে ওঠার সময় তোমার ।
৩১শে জুলাই ২০১৭, ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed