জেগে ওঠার কথা

ভোরের স্নিগ্ধ আলোর মতোই
তোমার অঞ্জলিতে তোলা ফুলগুলো চলে আসে অন্তরের অন্দরমহলে
কফি কাপের উষ্ণতায় অনুভব করি
সম্পুর্ণ সত্বা ,তোমার দেহ মন সব কিছু একাকার হয়ে ধরা পড়ে ।
ব্যাকরণে পড়া সুত্র ধরেই চলি বরাবর
শূন্য যে স্থানগুলো হৃদয়ের খাতায়, চুম্বনে চুম্বনে পূর্ণ করার তাই প্রয়াস ।
জাগিয়ে যাও প্রতি ভোরে যেমন করে
তেমন করে জাগো না তো নিজে , তন্দ্রায় আচ্ছন্ন থাকার আরোপিত আনন্দে।

তোমার অন্ধকার অলিন্দ দিয়ে
বার বার হেঁটে যাই আমি , জাগানোর ব্যর্থ চেষ্টায় নিজেই জেগে থাকি সারারাত
তখনও তুমি মেঘলা ঘুমের অপর পারে
স্বপ্নের তুলি দিয়ে এঁকে যাও নানান রঙের ভবিষ্যত চালচিত্র ।
সেখানে আমি নিতান্তই এক
ক্ষয়ে যাওয়া অস্তিত্ব , সাদা কালোয় জড়ানো।প্রাচীন কালের এক স্থির চিত্র
যাতে না আছে রঙ , না আছে চলমানতা
ছায়াছবির নিপুণ নির্মাণে।ছায়া হয় দীর্ঘ যত , ততটা স্পষ্ট নয় ধূলি জমা ছবি আর।

এখনতো মধ্য দিনের সূর্যের মতো উত্তাপে জ্বলে ওঠার সময় আমার
অমাবশ্যার অবসানে চাঁদের স্নিগ্ধতায় জেগে ওঠার সময় তোমার ।

৩১শে জুলাই ২০১৭, ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *