ভিন্ন ভালোবাসার প্লাবন

জমাট বাঁধা মেঘলা এক সত্বা তোমার
নীলাভ আকাশে আমার সাঁতার কাটে দিব্যি এক অলীক আনন্দে
কখনও কখনও বেদনার বৃষ্টি হয়ে নামে
সজনে গাছের ডাল বেয়ে, উষ্ণ উঠোনকে করে কষ্টে রুষ্ট-শীতল।
অথচ পালকের জল ঝরিয়ে তোমার ময়ুরি মন
দিব্যি নেচে যায় , আমার বৃষ্টি-ভেজা আঙ্গিনায় বরাবর এবং বার বার ।

রূদ্ধ হৃদয়ে কষ্ট পুষে রাখো যতবার
ততবারই চাও অবচেতনে কোন এক অলৌকিক জানালা দিয়ে
বেদনার বাষ্পরা বের হোক দ্রুত
রেখে যাক কেবল মনের সেই উষ্ণায়ন, তপ্ত করে যা শীত-সকালে
তারপর অনর্গল কয়ে যাও কথা,
খই ফোটাও উত্তাপে , মনের খেরো খাতা ভরে যায় অনু-কাব্যে ।

বেদনার বিন্দুরা সব জমে হোক সিন্ধু আমার হৃদয়ের সবটুকু জুড়ে
বিনিময়ে তার মৎস্য-কন্যা মন তোমার আনন্দে বেড়াক উড়ে
এবার না হয় শেষ হোক তোমার পৌনঃপুনিক কষ্টের শ্রাবণ
এবার না হয় , ভালোবাসায় নেমে আসুক ভিন্ন এক প্লাবন।

৩০শে জুলাই ২০১৭, ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *