জমাট বাঁধা মেঘলা এক সত্বা তোমার
নীলাভ আকাশে আমার সাঁতার কাটে দিব্যি এক অলীক আনন্দে
কখনও কখনও বেদনার বৃষ্টি হয়ে নামে
সজনে গাছের ডাল বেয়ে, উষ্ণ উঠোনকে করে কষ্টে রুষ্ট-শীতল।
অথচ পালকের জল ঝরিয়ে তোমার ময়ুরি মন
দিব্যি নেচে যায় , আমার বৃষ্টি-ভেজা আঙ্গিনায় বরাবর এবং বার বার ।
রূদ্ধ হৃদয়ে কষ্ট পুষে রাখো যতবার
ততবারই চাও অবচেতনে কোন এক অলৌকিক জানালা দিয়ে
বেদনার বাষ্পরা বের হোক দ্রুত
রেখে যাক কেবল মনের সেই উষ্ণায়ন, তপ্ত করে যা শীত-সকালে
তারপর অনর্গল কয়ে যাও কথা,
খই ফোটাও উত্তাপে , মনের খেরো খাতা ভরে যায় অনু-কাব্যে ।
বেদনার বিন্দুরা সব জমে হোক সিন্ধু আমার হৃদয়ের সবটুকু জুড়ে
বিনিময়ে তার মৎস্য-কন্যা মন তোমার আনন্দে বেড়াক উড়ে
এবার না হয় শেষ হোক তোমার পৌনঃপুনিক কষ্টের শ্রাবণ
এবার না হয় , ভালোবাসায় নেমে আসুক ভিন্ন এক প্লাবন।
৩০শে জুলাই ২০১৭, ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed