মেঘলা দিনের বিষন্ন দূপুরেও তোমায় দেখি প্রসন্ন পুকুর পারে
কলস-ভরা সুখ তুলে আনো আপন মনের গহীন ঘরে
হলদে ব্যথাগুলোকে ছাপিয়ে তোলো তোমার সবুজ সত্বার মাঝে
তর তর করে সিঁড়ি বেয়ে নেমে আসো তুমি আমার হৃদ্যিক উঠোনে ।
খানিকটা যার ব্যথায় তামাটে, খানিকটা এখনও সম্ভাবনায় সবুজ
যাবে কী যাবে না তারই কাছে সেই ভাবনায় ধরে থাকো নিরপেক্ষ এক খুঁটি।
ভালোবাসার এই রাজনৈতিক শুদ্ধতা সেতো খোঁজেনি কষ্মিনকালেও
তাই কিছুটা হলদে কিছুটা সবুজ পাতার বৃদ্ধ বৃক্ষের কাছে আসো অকষ্মাৎ
শ্যামল বিমল পোশাকের অন্তরালে তাই দেখে ফেলি , স্নিগ্ধ সবুজ এক মন
আনন্দ ও বেদনার আনুপাতিক এক গাণিতিক ভারসাম্য যার এক চিলতে হাসিতে
সময়ের বহতা নদীর তীরে তুমি তবু থেকে যা্ও তেমনই এক উজ্জ্বল সবুজ হয়ে
কৈশোরে যেমনটি তোমাকে দেখেছিলোএক ঝাঁক পাড়াতুতো প্রেমিক ।
আলো আঁধারির ঝাপসা আলোর আরশিতে আজ কেন খোঁজো নিজেকে নিজেই তুমি
কেন তুমি উঠোনের বৃদ্ধ বৃক্ষকে খুঁজে নিতে দাও না সোনালী সবুজ এক খন্ড ভূমি।
১৬ই জুলাই ২০১৭,ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed