অমন যে নিমগ্ন নীচু নয়নে চেয়ে থাকো তুমি
তোমার কোমল আঙ্গুলের পরশে অকষ্মাৎ দেখি
ধবধবে ভাতগুলো হয় সদ্য ঝরা শেফালির মতো
মালা গাঁথবে বলেই নিবদ্ধ চোখ থালার প্রতি ।
জোৎস্নার জলে স্নান করার রোমান্টিকতা রোমন্থন এ নয়
যে উল বোনার উৎসাহ নিয়ে শব্দের বুননে উষ্ণতা এলো বলে
সমুদ্র তীরে ধীরে ধীরে এ তো তোমার হেঁটে যাওয়াও নয়
যে তোমার পেছনে বংশীবাদক কোন তরুণ হবো আমি ।
নিতান্তই মধ্যবিত্ত এক ডাইনিং টেবিল আলোকিত রাখো
অন্যমনস্কতায় তোমার টেনে নেয় , ভিন্ন কোন সুদুর মন
মধ্যমায় আংটি দেখে চঞ্চল চিত্তে আসে আশার আলো
অনন্তকাল কাটে প্রতীক্ষার প্রহরে , অকষ্মাৎ যদি তোলো মুখখানি!
মূর্তমান এক বিমূর্ত সত্বা নিয়ে বসে আছো হৃদয়ের এ কুলে
চলমান এ সময়ে নিশ্চল হয়ে যাই, নিজেকে নিজেই থাকি ভুলে।
১০ই জুলাই ২০১৭, ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed