উল্টো পথের যাত্রী যারা

উল্টো রথ টানা নিয়ে টান টান উত্তেজনার কথা শুনি
সংবাদপত্র , টেলিভিশিনের পর্দা সব সয়লাব হয়ে যায়
টক-শোর নানান টকঝাল তর্কে-কূটতর্কে শরিক তাবৎ বুদ্ধিজীবি
অগত্যা রথমেলাও স্থগিত হয় হায়নাদের হুমকির যুক্তিতে

অথচ কী আশ্চর্য দিব্যি উল্টো পথে চলেন বিচারক মহোদয়
সোজা পথের বিড়ম্বনা এড়াতে ব্যাকুল এ ব্যক্তিত্ব
তড়িৎ গতিতে আপিস কিংবা বাড়ি পৌঁছুতে হবে তো এখনই
তাতে না হয় সোজা পথে আসা কেউ আহতই হলো একটু আধটু।

কেবল তিনি নন , আপনি এবং আমিও উল্টো পথেরই যাত্রী আজকাল
উল্টো পথে চলতে চলতে ভুলে যাই একদা লালন করা সেই সোজাপথ।
ভালোবাসার চৌরাস্তা চৌচির আজ; ঘৃণার ঘনঘটায় ঘাটে বসে ভাবি
গতিটাই এখন জরুরি অতি, প্রগতির কচকচানি না হয় থাকুক বাক্স বন্দী ।

নিঃস্ব হয়ে যাওয়া বিব্রত বিবেক নিয়ে ঘুরছে উল্টো দিকে আজ বিশ্বও বটে
বিশ্বাসের জায়গাটুকু এক চিলতে মাত্র, অবিশ্বাসের প্রাধান্যই দেখি চিত্রপটে।

৭ই জুলাই ২০১৭, ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *