কষ্টের কলস কাঁখে নিয়ে নদী ঘাটে রোজই আসো
কষ্টরা সব নয়ন দীঘির জলে ভাসে তুমিও ভাসো
কখনও কখনও রাঙা ঠোঁটে কৃত্রিম হাসো
বুঝিনা এখনও ভালোবাসো কী না বাসো।

জাগে সাগর জলে মৎসকন্যা মন তোমার
কখনও হাঁটে বালুকাবেলায় কখনও ডুবে যায় আবার
শূণ্যে ভাসাই পূর্ণ প্রাণ , আশায় আশায় খেয়া পারাপার
কেবল ভেজাই পায়ের পাতা , শুকনো থাকে হৃদয় আমার।

মাঝে মাঝে বালির বেলায় দেখি তোমার পায়ের চিহ্ন
কখনও স্পষ্ট বুঝি আবার কখনও সমুদ্রজলে হয় নিশ্চিহ্ন
যতই ভাবি হৃদয় আমার হৃদয় তোমার একই সুত্রে অভিন্ন
ততই যেন অদৃষ্ট এসে তোমাকে-আমাকে করে বিচ্ছিন্ন ।

অথচ কথাতো ছিল কষ্টের কলস আমারই মাথায় বইবার
বেদনাদের সব স্বাদ-আহ্লাদ আমরাই মনে সইবার
ইচ্ছে ছিল সারা রাত জেগে কত কল্প কথা কইবার
কষ্টগুলো সব হাল্কা করেই নিজের কাঁধে লইবার।

আশাগুলো আজ ক্রমশই হারায় শীতার্ত এক ধোঁয়াশায়
তোমারই মতো বিলীন হই আমিও ভিন্ন এক কষ্টের কুয়াশায়।

২৮শে জুন ২০১৭, ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed