বড়ই এবড়ো খেবড়ো পথ ধরে চলাচল আজকাল
হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যাই ইদানিং ,
নিদেনপক্ষে পা ফসকে পড়ে যাওয়া তো নিত্যকালের কথা
হাত –পা ভাঙ্গে না সত্যি, কিন্তু হৃদয়ের রক্তক্ষরণে
নির্বাক বিস্ময়ে চেয়ে থাকি ধূলো জমা প্রাচীন আয়নাটার দিকে
নিজের ঝাপসা অস্তিত্ব নিয়ে বিব্রত আমি অহর্নিশ ।
এমন চড়াই উৎরাইয়ের চতুর যুগে, ভালোবাসা যখন
বিদগ্ধ বিতর্কে দগ্ধ করে যায় হৃদয়ের কুঠুরিগুলো
ঠিক তখনই ইচ্ছে করে তোমার ঐ মসৃণ গালের ওপরে
ক্ষণিক প্রশান্তির প্রত্যাশায় বসুক না কোন প্রজাপতি মন।
এতটা স্নিগ্ধতা খুঁজে পাই না আজকাল বিক্ষত বিশ্বে কোথাও
তাই তোমার তিলের ছায়ায় আশ্রয় খোঁজে বিচলিত এ হৃদয়।
সামারখান্দ ও বোখারার বিনিময়ে কিনবো ঐ তিল
হাফিজর মতো ওমন দরকষাকষি করিনে আমি কখনো
ভূমির চেয়েও মূল্যবান যে ওই গালের তিল
সে কথা হাফিজ কেন বোঝেননি , বুঝি না আমিও আজ
আমি শুধু নিশ্চিন্ত এক প্রশান্তির সন্ধানে চলে আসি স্নিগ্ধতায় তোমার
বিস্ময়কর সুগন্ধে ভ’রে ওঠে নিরানন্দ আমার এ মন
ঐ ভাবে মসৃণ গালে বসে থাকে এই প্রজাপতি মন আমার
সেখানেই খোঁজে সবুজের সমারোহ , সেখানেই প্রেমের পারাবার।
২৭শে জুন ২০১৭, ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed