ঈদের হ্রস্বতা

ঈদ ইদানিং বন্দি কেবল বানান বিভ্রাটে
নন্দন- আনন্দের চেতনা অকষ্মাৎ বিলুপ্ত
ঈদের হ্রস্বতা নিয়ে বিব্রত পন্ডিতকুল
দৈর্ঘের পরিমাপে ‘ ইদ’ এখন সংক্ষিপ্ত এতটাই
যে পৌঁছোয় না প্রতিবেশির প্রাঙ্গনে সহসা
বন্দী ঈদ সম্প্রদায়ের গন্ডিতে কেবল।

বানানের হ্রস্বতা নিয়ে বিলাপ-বিতর্কে কাটে কেন সময়
ঈদতো হতেই পারে দীর্ঘ আরও, সকলের সুখে
সাম্প্রদায়িক সীমানার বাইরেও সম্প্রসারণ চাই ঈদের
উৎসবের উষ্ণতায় , উদ্বেগ উৎকন্ঠা যাক রসাতলে ।
ইদানিং দেখি ঈদের ছুটিতে সিঙ্গাপুর ব্যাঙ্কক যাবার প্রস্তুতি
বিভেদেই দেখি সম্প্রসারণ ঈদের, মিলনে কেবলই সংকোচ ।

গালাগালিকে গলাগলিতে রূপান্তরের যে ডাক দিয়েছিলেন নজরুল
কালোত্তীর্ণ সেই আহ্বানে উত্তীর্ণ না হ’লে ঈদের সবটুকুই আজ ভুল।
বানানের হ্রস্বতা ? সেতো কেবলই প্রতীকী এক সামান্য পদপাদ্য
প্রকৃত ঈদে অসুর বধে, এসো বাজাই মহামিলনের বীণা ও বাদ্য।

২৪শে, জুন ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *