স্বপ্ন, শুধুই স্বপ্ন

স্বপ্নের দৈর্ঘ্য এত কম কেন বলতো
নিদ্রা থেকে তন্দ্রা অবধি বড় জোর দূরত্ব এর
তার পর চোখ খুলে ঘোর অন্ধকার দেখি
জোনাকিরাও জেনো তখন ঘুমের ঘরে আবদ্ধ।
স্বপ্নেই কি কেবল কাছে আসতে পারো এতটাই
যে ঘন ঘন তোমার ঘন নিঃশ্বাসের শব্দে পাই
আশ্বাসের কাঙ্খিত আস্বাদ ক্ষণে -অনুক্ষণে
তার পর কাঁচ ভাঙা ক্ষতের মতো স্বপ্ন ভঙ্গে আহত আমি।

স্বপ্নের আলিঙ্গনে প্রাঙ্গনে সেদিন ফুটেছিল সহস্র গোলাপ
কপালের টিপে মধ্যরাতেই জ্বলেছিল প্রতিশ্রুতির সূর্য
ঘনিষ্ঠ হবাব বিপুল আনন্দে তখন আত্মহারা উভয়ই
যতবার ঠোঁটে ঠেকাতে চেয়েছি ঠোঁট,ততবারই দ্বিধায় গেছ সরে
অতঃপর আপনা থেকেই হৃদ-সমর্পণ , হৃদয়েরই কাছে
ঠোঁটের স্পর্শে কেঁপে ওঠে ঠোঁট যতবার তোমার
ততবারই সুধাপানে সুরাপানের অনামিক সুখে ভেজা মন।

অকষ্মাৎ এক দমকা বাতাসে স্বপ্নের সুখ-নীড় ভেঙ্গে চুরমার
বাস্তবের নিকষ অন্ধকারে স্বপ্ন নির্মাণের চেষ্টা চলে বার বার।

১৯শে জুন ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *