ভালোবাসার শক্তি আসলে আসক্তিই কেবল
যা তোমার বন্ধনে আবদ্ধ করে মুক্তিকামী এ মন আমার
ওমন নিবিড় নির্যাতনের নিষ্ঠুরতায় তোমার, নির্বাক থাকে
ক্লান্ত এ মন। অবাক হন কেবল বাদবাকি সকলেই
যাঁরা কখনই ভালবাসার ভয়াবহ রূপ দুঃস্বপ্নেও দেখেননি
দেখেননি কী নিপুণ নিষ্ঠুরতায় প্রেম করেছে পঙ্গু আমাকে।
ভালোবাসার দূর্বলতার কথা পড়েছি গল্পে-উপন্যাসে
জোঁকের মতো জাঁকিয়ে রক্ত খাওয়া দেখেনি কেউ কখনও
অথচ বোধশক্তি বিহীন এই নিশ্চল সত্বা আমার
বয়ে চলেছে নিষ্ঠুরতার ভার যতটা, ততটা নয় ভালোবাসার।
ভালোবাসা তো এখন পরিণত এক অপরিচিত পরিহাসে
আমাকে বিশুদ্ধ করার ব্যর্থ প্রয়াসে তোমার, অব্যর্থ নিশানা আমি ।
আর কতকাল বলো কথিত ভালোবাসার ক্ষতে হবো নীল
আর কতকাল বলো চুম্বন চিহ্ন হারাবে প্রেমাস্পদের প্রহারে
নেশায় বুদ হয়ে , বুদ্বুদ হয়ে যাবে কী আমার কঠিন সত্বা
বায়বীয় স্বপ্নের ধোঁয়াশায় হারাবে কী এক রাশ নিষ্ঠুর সত্য।
প্রেমের পঙ্গুত্বে কী হয়ে যাবে এ মন অকষ্মাৎ অচল অথর্ব
আর কতকাল বলো বইবো তোমার এ ভ্রান্তি বিলাস ।
ভালোবাসার পাতে এখন প্রাপ্তি কেবল শুণ্যতায় পরিপূর্ণ
অভিমানে নয় , অভিযানেই সাহস নিয়ে অতীতকে করি বিচূর্ণ ।
বেদনায় নীল হওয়া নারী মন আমার, সম্ভাবনায় হতে চায় রঙিন
অশ্রুবাস্প শূন্যে মিলাক , স্বপ্নরা সজীব হবে আবার অমলিন।
১২ই জুন ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed