শ্রাবণ মেঘের প্রায়
নিরন্তর অশ্রুই হয়ে ওঠে
তোমার আনন্দের অনাবিল উৎস।
অবিরত সে্ই বারিধারার কোমল স্পর্শে
ক্রমশই জেগে ওঠে ঐ মন , যাকে খোঁজো
চৈত্রের অমন চিত্ত ঝলসানো রোদেলা দুপুরে ।
হরিণীর মতো এমন
শশব্যস্ত সময় তোমার,
অনুক্ষণ শুধুই অফুরন্ত কাজ
ফুরসৎ কখনই বা বৃষ্টিকে স্পর্শ করার!
দ্বিধা-দ্বন্দ্বও থেকে যায় কিশোরি মনের এক প্রান্তে-
নিতান্ত প্রায়োগিক ভাবনায় সংশয়ী হয়ে ওঠো ব্যাধির শঙ্কায়।
অবশেষে দ্বিধাদ্বন্দ্ব অবসানে
শ্রাবণ-সঙ্গমে স্নাত হবার বাসনায়
চঞ্চল বালিকার দ্রুত পায়ে নেমে পড়া
উন্মুক্ত আকাশের তলে, শ্রাবণী বর্ষণ তখন
উদ্বেলিত আনন্দে আত্মহারা, তোমার মিলন প্রত্যাশায়
বৃষ্টির-বিন্দুরাও তখন ঘন দীর্ঘশ্বাসের মতোই নামে স্কন্ধে তোমার।
বৃষ্টিতে তোমাতে মিলন
নান্দনিক আনন্দে নিবেদিত আজ
কোমল অস্তিত্ব তোমার এখন কোমলতর
যেটুকু কঠিন রূপ ধারণ করো বাহ্যিক প্রকাশে
সবটুকু তার এখন নিমজ্জিত , বৃষ্টিতে ভেজা দেহে
এবং অতএব শিহরণ হৃদয়েও তোমার, সমর্পণের পরম সুখে।
২৯ শে জুন ২০১৪, মেরিল্যান্ড
Copyright@ Anis Ahmed
Photo Credit: Christina Bose.