জলবায়ুর কার্বন নিঃসরণ নিয়ে নিত্যই টক ঝাল ঝরে টক শো’তে
সমুদ্র-জলের উচ্ছাসে উচ্ছন্নে যাবে সভ্যতা, সে কথাও বলি
উচ্চকিত আওয়াজে ড্রইং রুমের খোশ গল্পে বার বার ।
রামপাল থেকে পিটসবার্গের দূরত্ব কমে আসে এক লহমায়
কয়লার ময়লা নিয়ে অজ্ঞরাও হয়ে পড়েন অকষ্মাৎ বিশেষজ্ঞ
জগৎ জাগিয়ে তুলি আঁতেলি আলাপে যত্র তত্র , সর্বত্র
অথচ এখন তো সময় ঘৃণা নিঃসরণ নিয়ে উচ্চবাক হওয়া
এখনতো পরিবেশ দূষিত দুষ্ট লোকেদের দুর্দন্ড দাপটে ।
কয়েক ফোটা শান্তির সান্নিধ্য খুঁজতে গলদঘর্ম এক শ্রমিক আমি
বার বার ঝুড়ি ভ’রে আনি শান্তির সিলিকা কণাগুলো এই সুফলা উঠোনে
যতবার গড়ি শান্তির শক্ত স্তম্ভ , ততবারই শকুনেরা নাড়িয়ে দিয়ে যায়
সমতল মানবতার মাঠ আমার, ফাটল ধরায় বিশ্বাসেরই অবিশ্বাস্য বাহানায়।
ঘৃণ্য ঘৃণার বারূদের বৈভবের দম্ভে এখন দম নেওয়া দূর্লভ অতি।
ইলশেগুঁড়ি বৃষ্টিরাও আসে এখন, বয়ে যায় শোকার্ত বিশ্বের অশ্রু হয়ে
মানবিক মাঠেরা এখন শূণ্যতার হাহাকারে খোঁজে তরুণ তুর্কিদের
প্রাণিত ছিল যারা একদা কামাল পাশার পাশাপাশি, নতুন বিশ্বগড়ার প্রত্যয়ে।
হায় সেই তুরস্ক এখন মনস্ক , বৈরিতার বড় বড় বেড়াজাল গড়ে তুলতে
কচকচানি কাব্য কচলে কী হবে আর , অ-সভ্যতায় এখন সবই গেছে ভুলতে।
২৯ শে মে ২০১৭, ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed