কত হাজার কোটি বছর ধরে জানিনা
আমার প্রতীকি অবস্থান প্রাঙ্গনে প্রাঙ্গনে পৃথ্বির
বিচারের বাণী নিভৃতে নীরবে কেঁদেছে যেখানে
সেখানেই নিরপেক্ষ দন্ডে মেপেছি বিচারের কথা ।
নানান নামে ডেকেছ তোমরা আমায় রোমে কিংবা গ্রীসে
কোথাও আমি জাস্টিশিয়া কোথাও বা কেবল থেমিস
কিংবদন্তীর সিঁড়ি বেয়ে দূর দূরান্ত থেকে কাছে চলে আসা
সুবিচারে নিমজ্জিত আমি , বিচারেই ভালবাসা ।
পাছে বিচারে করি ভুল , চেনা-জানা লোকের প্রতি পক্ষপাতি হই পাছে
সেই আশংকায় বিচক্ষণ আদিপুরুষেরা আমার , চোখ দিলেন বেঁধে
পক্ষ -বিপক্ষ বুঝিনে ক’ আর , নিরপেক্ষতার তূলাদন্ডেই বিচারের বাণী
উচ্চকিত আজ অবধি বিশ্বের দেশে দেশে রাজ্যে রাজ্যে।সর্বত্রই ।
সবুজাভ তোমাদের এ দেশে এসে , পোশাকও বদলে দিলে আমার
শাড়িতে দিব্যিই এখন আমি আটপৌরে বাঙালি নারী , ভাগ্যিস পরাওনি টিপ
তাও তো মৌলবাদীরা কেড়ে নিলো আমার মৌল অধিকার
বিচারের প্রাঙ্গন থেকে বিতাড়িত এই আমি, বাস্তুচ্যূত অসহায় নারী ।
রাজনীতির দাবা খেলায় পরাস্ত, বিপর্যস্ত আজ এই আমি থেমেসিস
উদ্বিগ্ন উৎপাটিত ভাস্কর্য ভাসমান ,কোন পাপে বলো আমার এ নেমেসিস ।
২১ শে মে ২০১৭, ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed