শোক

স্বপ্নরাও সম্প্রতি বড় বেশি প্রতারক
ঠিক যেন একেকটি রূঢ় বাস্তব তারা
যতবার স্বপ্নের সিঁড়ি বেয়ে উঠেছি
ততবারই ফেরত এসেছি বাস্তবের বাস্তুভিটায় ।
এক চিলতে সবুজের সন্ধানে হেঁটেছি বহু দূর অবধি
মাইলের পর মাইল দেখেছি শুধু ধূসরতাদের মৌন মিছিল।

এখন যেন মনে হয় , সেই মৌনতায় নিমগ্ন আমিও
মানবতার মিছিলের মুখে থাকে আজকাল কুলুপ আঁটা
গান এবং শ্লোগান , উভয়ই তারা নিশ্চুপ, নির্বাসিত
ইদানিং এ কোন নির্বাসনে বসবাস প্রতিদিন আমারও
একদা সুজলা সুফলা মাঠেরা এখন ঘূণে ধরা কাঠ কেবল
শঙ্কায় কাঠ হয়ে আমিও শুনি , বাজায় যেন কারা নিত্যই ডরের ডঙ্কা।

বালিকা স্যাফি কিংবা কিশোরি অলিভিয়ার চোখ ভরা স্বপ্ন
অকষ্মাৎ পরিত্যক্ত এক রক্তাক্ত প্রাঙ্গনে গেল হারিয়ে
দানবীয় দহনে গলে গেল স্বপ্নের শক্ত সত্বারা সব ।
কথা ছিল অঙ্গে অঙ্গে , সুরের তরঙ্গে ভাসবে সবাই
ছন্দের আনন্দে গড়বে নন্দন কানন কাঙ্খিত প্রাঙ্গনে
সে সব কথা এখন কেবল শ্বেত পাথরে আঁকা শোক গাঁথা।

সুরেদের আজকাল কে নিয়ে যায় বধ্যভূমিতে , কোন সে অসুর
প্রশান্তির প্রত্যাশায় কাটে রাত্রি দিন , শান্তি বলো আর কত দূর ।

২১ শে মে ২০১৭, ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *