কড়ি ও কোমলের সম্মোহক সত্বার সামনে দাঁড়াই যতবার
কংক্রিটের ওই ত্রি-মূর্তিকে অতিক্রম করে যাই ভিন্ন এক অনুভবে
সঙ্গীতের মতোই অনুরণন অহরহ , সুরের ওঠা নামায়
বাহ্যত কঠোর মূর্তির গা বেয়ে পড়ে সুরের ধারা অহরহ ।
স্থাপত্যের কী আশ্চর্য কৌশল ছিল তোমার যে ওই
ত্রি-মূর্তির সামনে দাঁড়ালে এখনও আমি গেয়ে উঠি …….
আমার সোনার বাংলা , আমি তোমায় ভালোবাসি।
প্রজ্ঞার প্রদীপ হাতে নিত্য যাঁরা চলেন ওই আঙিনায়
চমকে থমকে দাঁড়ান তাঁরাও , ইতিহাসের এই নির্মাণে
কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার প্রতীকি প্রত্যয়ের প্রদীপ্তিতে
উজ্জ্বল হয়ে থাকে আমার প্রিয় বিদ্যাপীঠের প্রবেশ পথ
ফ্ল্যাশব্যাকে ভেসে ওঠে স্বাজাত্য বোধের টুকরো টুকরো স্মৃতি
আনমনে গেয়ে উঠি স্বতঃস্ফুর্ত অনুভবে
….. সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি ।
এমন তীক্ষ্ণ তীরের মতো সুতীব্র অনুভবে পাই আমার জন্মভূমি
চলে গেলে তবু , ভাস্বর হয়ে রয়ে গেলে , প্রিয় ভাস্কর তুমি।
২১ শে মে ২০১৭, ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed
*সদ্য প্রয়াত ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদের প্রতি শ্রদ্ধার্ঘ