ইচ্ছেরা সব ভাসছে জানি ইছামতির স্রোতের বাঁকে
তীরের কাছে দাঁড়িয়ে থাকো কষ্ট কলস নিয়ে কাঁখে ।
ইচ্ছেরা সব কাটছে সাঁতার বৃষ্টি ভেজা মেঘের মাঝে
তীর-বেঁধা এক পাখির মতো , তুমি হারাও গহীন সাঁঝে।
ইচ্ছেরা সব জ্যোৎস্না হয়ে আলো ছড়ায় ডালে ডালে
তুমি শুধু লুকোও জানি অমাবশ্যার অন্তরালে
ইচ্ছেরা সব ডুব সাঁতারে লুকিয়ে থাকে গভীর জলে
হঠাৎ করেই হারিয়ে যাও কোন সাগরের অতল তলে।
ইচ্ছেরা সব খুঁজতে থাকে বালিয়াড়িতে কেবল ঝিনুক
জানেনা সে তোমার হৃদয় চিনুক কিংবা নাই চিনুক ।
ইচ্ছেরা সব পাখি হয়ে ডানা মেলে আকাশ পানে
তুমি কেবল ভেসে থাকো গড্ডালিকার প্রবল বানে।
ইচ্ছেরা তাই মাঝে মাঝে , অনিচ্ছেতে থমকে থাকে
নীরবতার নিমগ্নতায় , নিঃশব্দে কেবল ডাকে ।
১৫ই মে ২০১৭, ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed