বিলেতি এপ্রিল ,বৈশাখী প্রত্যাশা

বিলেতি বিকেলে বৈশাখি আমেজ খুঁজি আমি প্রত্যহই
যেন বোকার স্বর্গে বসবাসের কল্পিত আনন্দে আত্মহারা।
ক্রন্দসী উইলো গাছের আড়ালে পাই বটবৃক্ষের বিষ্ময়কর ছায়া।
চড়ুই পাখির কিঞ্চিৎ কিচিরিমিচিরে খুঁজে পাই চড়ুই ভাতির আনন্দ।

ইলশেগুঁড়ি বৃষ্টির মধ্যে পান্তা ইলিশের স্বাদেশিক সমাহার ইতি-উতি
কথার চিঁড়েতেই ভিজে যাওয়া অনুভবেরা অনুরণন তোলে সর্বত্র
শব্দে ও সংগীতে সন্ধান করি বোশেখি সকালের সেই পরিচিত বটমূল
পিপিলিকা মন আমার শেকড়ের সন্ধানে চলে যায় গহীন গভীরে বার বার।

অপ-সংস্কৃতির অনাচারে অনভিজ্ঞ মন আমার সংস্কৃতির সন্ধান করে অনবরত
রবীন্দ্র নজরুলেরা যেখানে প্রাণপুরুষ, সেখানেই অনুপ্রাণিত এ মন আমার
তাই টেইমস’এর জলেও দেখে , পদ্মার প্রতিচ্ছবি প্রত্যহই প্রত্যন্ত এ মন
স্যামনের ডুব সাঁতারে খুব করে খুঁজে পাই ইলিশের ইলিশিয়াম- সত্বা ।

এখন এই বিদেশ বিভুঁইতে চলে স্বদেশ সন্ধান, যেন আম খুঁজি আমলকি বনে
গায়ে লাগে শীতল হাওয়া , তবু ঊষ্ণতা পাই হৃদয়ে হৃদয়ে আনমনে ।

২১শে এপ্রিল ২০১৭ , এসক্সে, লন্ডন ।
copyright@ anisahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *