কথা ছিল মধ্যরাতে জোছনায় স্নান করার
মধ্যাহ্ন পেরুনো প্রহরে ভৈরবী সুরে অসুর বধন
কিংবা গোধূলি লগ্নে ললিত কলার নান্দনিক সত্বার সন্ধান
অথচ কোমল রাগের অনুরাগেরা আজকাল বিরাগে বিপর্যস্ত
অনুভবেরা আমার অতএব কখনও তটস্থ, কখনওবা সন্ত্রস্ত।
বিচলিত বিশ্বের এই পাতাল রেলে নিত্যই চলাচল আমার ।
বুঝিনা এখনও অন্ধকারের বন্ধদ্বার খোলাবো কেমন করে
যুক্তির নিক্তিতে মাপাবো যে ধূর্ত শেয়ালের খেয়াল-খুশি
তেমন শক্তিও পাই না খুঁজে, ভক্তিবিহীন এই বিশ্ব-সংসারে
জগদ্দল পাথরময় জগৎ এখন জাগরণের বিপরীতেই আবর্তিত
ঘুমপাড়ানি গানের ঘোরে এখন তো মাতলামি অলিতে-গলিতে।
চৌরাস্তার মোড়ে ঘটে যাওয়া ঘটনারা সবাইতো দূর্ঘটনা নয় ।
বাষ্প দিয়ে ওড়ানো যায় জন্মদিনে বেলুন , নিতে পারি নির্বিঘ্নেই নিঃশ্বাস
অথচ বিষাক্ত বাষ্পেই মরে মানবকুল, বলো কোথায় পাই খুঁজে বিশ্বাস ।
১০ই এপ্রিল ২০১৭। লন্ডন
Copyright@ Anis Ahmed