বিস্ফারিত চোখে দেখি বিস্ফোরণে চৌচির শব্দরা সব,
সৌখিন শিকারির নিশানায় আহত পড়ে থাকে পাখির মতোই
স্বপ্নের ডানাগুলো সন্ত্রাসী নির্দেশে ছেঁটে দেওয়া এতটাই
যে উড়ান দেওয়ার তারুণ্যের স্বপ্নরা এখন সবাই শুধু শব।
শব্দকে শব্দের কাছাকাছি আনি নিতান্তই নিঃশব্দেই আমি
ফিস ফিস করে কই কথা , ভালবাসাতো জানি নিষিদ্ধ ফল
হিংস্র হিংসার আঘাতে অপঘাতে শব্দরা এখন রক্তাক্ত সৈনিক
তবু শব্দের সিঁড়ি বেয়েই হেঁটে চলি নিরন্তর শান্তি সন্ধানে।
দ্বান্দ্বিক এ সময়েও নান্দনিক আনন্দের সন্ধান পেয়ে যায় এ মন
শব্দরা যখন সুরের সঙ্গমে অকষ্মাৎ হয়ে যায় অন্তঃসত্বা মানবতার
ফেলে আসা দিনের সেই সুরেলা সন্ধ্যার সন্ধান করি আজও আয়োজনে
মান্না-মানবেন্দ্ররা এখনও হৃদয়ের তারে বাজান মানবীয় সেই সব গান।
উচ্চকন্ঠ অসুরের আধিপত্যে সুরেরা মাঝে মাঝে খেই হারায় বটে
অতঃপর ফিরে আসে শব্দের কাছে , অবশেষে অনিবার্য মিলন ঘটে।
৩রা এপ্রিল ২০১৭। ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed