লাভ -লিরিক

তবক দেওয়া পানের মতো
তোমার গা্ওয়া গানের মতো
ভাসিয়ে নিলে ভালবাসায়
রয়ে গেলাম আশায় আশায় ।

ফিরলে না আর এদিক পানে
ভরলে না আর ফুলের ঘ্রাণে
কচুরি পানা , আমার এ প্রাণ
গেয়েই গেল বিরোহ গান ।

আকাশ তোমার আলোয় ভরা
জমিতে আমার কেবল খরা
সুবাসে ভরে তোমার কানন
পুষ্পবিহীন আমার আঙন।

এমনি করেই খেরো খাতায় ভরছে শুধু হিসাব ক্ষতির
আমি কেবল হেরেই গেলাম , পেলাম না আর দেখা জ্যোতির।

২রা এপ্রিল ২০১৭। ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *