ক্ষতির ক্ষুরে ক্ষরণ প্রতিদিন

এমন তো কথা ছিল না
যে এক চিলতে উঠোনে আমার ফণিমনসারা ফুঁসে উঠবে অযথা অকারণে
মাঝে মাঝে এখানে-ওখানে
ফণা তুলবে গেছো সাপেরাও প্রায়শই সবুজের আড়ালে আবডালে ।
দাবার সৈনিকেরা সব
কুট-কাচালের কুট চালে চলে আসে সামনে সাহসের সহিসী ছদ্ম বেশে ।

গোলমেলে এক গোলক ধাঁধাঁয়
সকাল গড়িয়ে সন্ধ্যা , অংকের হিসেব মেলানো যায় না ক’ অত সহজে
সরল অংকের জটিলতার
জটাজালে আটকে যায় মন , মননশীল সত্যরা সব হারায় অসত্যের বেড়াজালে
পলাশ বনের কোকিলেরা
নিস্তব্ধ নিতান্তই , সুশীল আয়োজনগুলো সব শূন্যতায় ভ’রে ওঠে বার বার ।

প্রাণান্তকর পটভূমিতে তাই
শব্দরা হারায় কবিতার খেই, খেয়া ভাসে না আর পদ্মপুকুরে , সকাল দুপুরে
তবলার বোল বেতাল এখন
রাইফেলের আওয়াজে মেতে ওঠে মাঠ , মেঠো পথেরা সব একেকটি রণাঙ্গন
সেতারের তারেরা ক্ষয়িষ্ণু
বেতারে কেবল শুনি জংগলি জঙ্গিদের দামামার দাপটের কপচানো কথকতা।

কবিতা তখন আত্মসংবৃত এক শিশু, অনুচ্চারিত কান্নায় ভেঙে পড়ে বার বার
অচল এক মুদ্রা যেন , মুদ্রণেও ফেলে না ছাপ, মূল্যবিহীন অস্তিত্ব যার।

৩০শে মার্চ ২০১৭ . ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *