সুড়ঙ্গের ওপারে তখনও আলোর প্রত্যাশি হয়ে আছে
কৈশোরিক মন আমার
ভেবেছি এই বুঝি গাঢ় ধোঁয়াশা পেরিয়েই তোমাকে পেয়ে যাবো
অতঃপর বাজবে রবীন্দ্রসংগীত
সেতারে, বেতারে শুনবো নজরুলের সেই অবিকল শেকল ভাঙার গান।
কবিতার সুশীল শব্দরা সব
হাঁটবে নিকোনো উঠোনে আমার, পোষা হাঁসেদের মতই ধীর আয়েশে
রূপোলি জল ঝরবে পালক থেকে।
না, হয়নি তেমন কিছুই
ছোপ ছোপ রক্তে কল্পনার আল্পনা আমার মুছে গেছে এতটাই দ্রুত
যে বাকরূদ্ধ হৃদয়ের ক্ষত
কেবল গভীর থেকে গভীরতর হয়েছে,ভরেছে কষ্টের গহ্বর মূহুর্তেই মাত্র
প্রসূতির বেদনা নিয়ে
পুরো ন’ মাস জননী আমার কাটিয়েছেন বহু শতাধিক কাল রাত
পাহাড় ডিঙানো প্রত্যাশা
অবশেষে পূর্ণ হয়েছে, রক্তাক্ত ভূমিতেই ,সবুজের আভায় কেটেছে ধূসরতা সব।
অবাক হয়েই দেখি অভিশপ্ত এক রজনী অকষ্মাৎ হয় আশির্বাদপুষ্ট, মধ্য রাতেই
কন্ঠলগ্না পঁচিশ-ছাব্বিশ- মুদ্রার ও পিঠে কষ্ট-কথা, এ পাশ কাটে মুক্তির প্রত্যাশাতেই।
২৬শে মার্চ ২০১৭ . ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed