কে তুমি !

বসন্ত সন্ধ্যায় অকষ্মাৎ যখন হিমেল বৃষ্টি নামে
বিমুগ্ধ বিষ্ময়ে তোমার শব্দগুলো শুনি তখন
সুরের সঙ্গমে নিয়ে আসে বাকরূদ্ধ অনুভব কেবল
শান্ত স্নিগ্ধ পথ ধরে রবীন্দ্রনাথ হেঁটে আসেন
তারই কন্ঠ-পথে, বৈকুন্ঠের মালা হয়ে বরাবর
এই প্রায় শুষ্ক আঙ্গিনায় নামেন জলজ পেলবতায়।

পুজা ও প্রেমের যুথবদ্ধতায় খুঁজে পাই তাঁকেই আমি
যাঁর অবিরত সন্ধানে রবি- কবি হয়েছিলেন সর্বত্রগামী
অনির্বচনীয় সেই “তুমি”, এই তুমি কীনা , সে জিজ্ঞাসা নিরর্থক
তোমাতে তুমিই যে থাকো সেই সর্বনামিক সত্যটা আমি জানি
প্রার্থনায় যতটা তুমি প্রভু , প্রেমে ততটাই নির্ভেজাল প্রেমিক তুমি
প্রেম ও প্রার্থনার সমীকরণ বোঝে না যারা, দর্শনে প্রান্তিক তারা।

বেলা-অবেলায় , গানের ভেলায় তোমাকে পেতেই ভেসে যাই বার বার
রবীন্দ্রনাথ আছেন বলেইতো, প্রেমিক ও প্রভু উভয়ই চেতনায় একাকার ।

২১শে মার্চ ২০১৭ . ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *