কিশোরি চেরি ফুলেরা বড়ই বিচলিত আজ
কথা ছিল রোদের উষ্ণতায় স্নান করবে তারা
নানা রঙের ওড়না ওড়াবে বসন্ত বাতাসে
চঞ্চল চিত্তে তাই তোমার উষ্ণতার আভাস পেয়েই
চেরিদের মিছিল নেমেছিল সময়ের আগেই
যৌবনের আঁচ লেগেছিল প্রস্ফুটিত দেহে অকষ্মাৎ
কুসুম দোলায় দোলের সন্ধ্যায় দোদুল দুলেছে তারা
প্রায় সমাগত বসন্তকে স্বাগত জানাতে দিশেহারা ।
হঠাৎ এমন বেঁকে বসলে কেন তুমি, বলতো শুনি
যে তোমার উষ্ণতাগুলো বাতাসে উবে গেল মূহুর্তেই
প্রতারক প্রেমিকের মতোই পিঠ ফেরালে চেরির চত্বর থেকে
পুষ্পিত আয়োজনকে দিব্যিই বুড়ো আঙ্গুল দেখিয়ে
হিমেল চাদরে ঢাকলে চেরির ফুলেল সত্বাকে
তোমার আসার আশঙ্কায় আশাগুলো সব আহত পাখি এখন
শীতল বার্ধক্যে কাঁপছে তারাও স্বপ্ন যাদের গাঁথা ছিল তারুণ্যে
ঈশ্বরের এ কী তবে ভুল অংক কষা, বরফ- মরু এলো নেমে অরণ্যে।
পরকালে বিচলিত শেলীও আজ,মিথ্যে হলো শীত শেষে বসন্তের প্রতিশ্রুতি
বাসন্তী বাতাসেই বাজলো হিমেল হুংকার, হৃদয় চিরে চেরিরা চায় ইতিউতি।
১৩ই মার্চ ২০১৭ . ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed