এমন কিছু কিছু কষ্ট-কাহিনী আছে
যা নষ্ট কাহিনীও বটে
অবিশ্বাসের অকষ্মাৎ আঁচড়ে দ্রুতই তুমি
বিশ্বাস করো যা রটে ।
বিচলিত বিস্ময়ে আজ জানতে ইচ্ছে করে
কেন এসেছিলে হৃদয়ের তটে
এক প্রস্থ আস্থা নিয়ে এঁকেছিলাম আমিও তোমায়
প্রেয়সী প্রাণের পটে।
অথচ তুমি চলে গেলে নির্বিকার চিত্তে
মাড়িয়ে আমার হৃদয়
দেখি দোষের বোঝা চাপাতেই আনন্দ যত
তোমারই দুঃখবাদী বিজয়
আমি কী তা হলে অচল মুদ্রার মতোই
চলমান এক ক্ষয়
নাকি ভালোবাসার দায় বহনে, অগত্যা হারাও
সকল ললিত লয়?
অঙ্গনে আমার আলিঙ্গনে যতটা এসেছিলে কাছে
হৃদয় ততটাই রেখেছিলে দূরে
অঙ্গে তোমার সমর্পিত আমি গোপন প্রিয়ার মতোই
বাজাওনি তবু আমায় সে সুরে
পৌরুষে তোমার প্রেম ছিল ক্ষনিক এবং অতীব ক্ষীণ
স্থুল আনন্দ যেন কোন এক অসুরে।
অথচ কী জানো নীরবে নিভৃতে আজ ও খুঁজি তোমায়
ভালোবাসার এক অচিনপুরে।
জানি প্রেম তোমার কাছে নানান পথের মৃয়মান এক আল্পনা
অংক কষা অকষ্মাৎ মিলন, তাতেও বৌদ্ধিক পরিকল্পনা ।
১২ই মার্চ ২০১৭ . ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed