প্রেমের প্রথম গল্প

মনে পড়ে অরণি
শান্তিনগরের ঐ গলিটাতেই ছিল
অবিভাজিত এক প্রশান্তি ।
রাতভর পাড়ার নেড়ি কুত্তার ঘেউ ঘেউ
সমন্বিত সঙ্গীতের মতোই বাজতো কানে
পাশের নর্দমা থেকে ভেসে আসা বিচ্ছিরি গন্ধের মাঝেই
খুঁজে পেত অরিন্দম তখনও অচেনা ফরাসি পারফিউমের সুবাস
খানা-খন্দকে ভরা এবড়ো খেবড়ো পথ . মনের মুকুরে তখন
মসৃণ গালিচায় স্বপ্নাবিষ্ট এক পদচারণা
লক্ষ্য একটাই ঝুল বারান্দা অরণির চুল শুকোনোর দৃশ্য।

বৈকালিক চায়ের কাপে চুমুক দেবার অজুহাতে
সকল ঋজুতাই ঠুনকো কাঁচের মতোই ভঙ্গুর হয়ে যায়
বিদ্যুৎ বিভ্রাটে অচল হওয়া কলিং বেল টেপার ব্যর্থতায়
অগত্যা কড়া নাড়া , অরনি তোমার কাঠের দরজায় ।
প্রসন্ন হৃদয় যখন , তখনও বাহ্যিক বিষন্নতায় আচ্ছন্ন তুমি
মাপা হাসি নিয়েই স্বাগত জানাও অরিন্দমকে মনের আটপৌরে আঙ্গিনায়
চায়ের কাপের উষ্ণতায় অনুভব করে তোমাকে অরিন্দম
অথচ কী আশ্চর্য এক নিবিড় নিষ্ক্রিয়তায় কেটে যায় মূহুর্তগুলো
অবাক করা নির্বাক একজোড়া পাখি বসে থাকে বৈঠকি মেজাজে
অকষ্মাৎ চোখে চোখ রাখা গভীর আবেগে , কখনও নির্লিপ্ত নয়ন ফিরিয়ে নেওয়া।

সে কোন আদিকাল থেকে অরণি-অরিন্দম বসে থাকে ভঙ্গুর কোন ডালে
ভেঙ্গে যায় শাখা-প্রশাখা , পাখিরা তখনও বাঁধা পড়ে থাকে ভালোবাসারই জালে।

৯ই মার্চ ২০১৭ . ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *