বসন্ত-বিকেলে শীতার্ত গল্প

বসন্তের বিন্যাসে সন্যাসের মনও যখন চঞ্চল অকষ্মাৎ
শিমূলের মুকুলে ঢাকা রমনার সেই পুরোনো পথে
দেখি স্মৃতি সিংহদ্বার উন্মোচিত হয় কৈশোরিক বেদনা বিলাসে
বেণী দোলানো কিশোরীর চিত্ত চাঞ্চল্যে অনন্য এক অস্থিরতা।

এখনকার রমনা ,রমনীয় নয় প্রাচীন অর্বাচীনদের কাছে
জানেনা তারা পুরুষ-রমনীর রোমান্সে ভেজা দূর্বাঘাসের
লাজুক অস্তিত্বের গোপন কথা কিংবা পলাশের সহাস্য প্রকাশ
দেখেনা বসন্তের মুকুটে সাজা অন্য এক কিশোরির নিজস্বীগুলো।

আমিও দেখিনা ইদানিং শীতে বসন্তে কোন রকম সীমান্ত রেখা
বসন্তে রোদ পোহাবার মূহুর্তেই আচমকা একী তূষারপাত
ঊষ্ণ কফি-কাপে জমে ওঠা বিমর্ষ বিস্বাদে দেখি টুকরো বরফ-কুচি
ঠিক যেমন তোমার শব্দগুলো জমে যায় ক্ষীণ হাসির অন্য অন্তরালে ।

প্রকৃতির খামখেয়ালির মতো হেলে পড়ে তোমার হেঁয়ালিপনাও আজকাল
শত রজনীর কাহিনীর মতো তোমাকে শুনতেই সন্ধ্যা গড়িয়ে দেখি সকাল।

৫ই মার্চ ২০১৭ . ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *