বিস্ময়কর সেই কাহিনী শুনে বেদনার বৃষ্টি নামলো
আমার এই শুষ্ক উঠোনেও অকষ্মাৎ
সুন্দর যে এমন রোদনে রুদ্ধ হবে
কষ্ট কল্পনায়ও সে চিত্র আঁকেনি নিবিষ্ট এ মন ।
অথচ কফির পেয়ালার উষ্ণতাকে ছাড়িয়ে গেল
হিম শীতল কিছু কাহিনী, কুঁচি বরফে কেঁপে উঠলো হৃদয়।
কিন্তু এমনটিতো হবার কথা ছিল না
তোমার ঐ তারকা অস্তিত্বে ভুরি ভুরি ভালোবাসার
শিউলি ফুলগুলো যখন ভরেছে তোমার প্রাণের প্রাঙ্গন
যখন বুদ্ধিদীপ্ত অভিব্যক্তি তোমার চোখ জুড়ে
তখন কেনই বা নামবে অকালে অমন ঝড়ো বৃষ্টি
হতাশায় হত হবে কেন প্রাণিত সত্বা তোমার !
মন মচকেছে খানিকটা জানি, ভাঙোনি একেবারেই
চোখের জল রুদ্ধ করার শুদ্ধ মন্ত্রটা জানো বলেই
অশ্রুরা সব বাষ্প হয়ে ঊবে যায় নিমেষেই
তবু আমি দেখে ফেলি চোখের কোণে লুকোনো জলবিন্দু
শীতল কষ্টদের লুকিয়ে রাখো যতই তুমি, ঊষ্ণতার উমে
করুণ চাহনিতে প্রকাশ পায় , চাওনি যা তুমি কখনও।
আমার অভিব্যক্তিতে অভিবাদন তোমার নিরাপোষ সত্বার প্রতি
অনুরোধও বলতে পারো , আনন্দের আঙ্গিনায় টেনো না কোন যতি
৩রা মার্চ ২০১৭ . ম্যারিল্যান্ড
Copyright@ Anis Ahmed