ওই চোখে ডুব সাঁতার দিয়েই উঠবো অকষ্মাৎ এমন একগুচ্ছ ইচ্ছে প্রবল যখন
তখনই দেখি ডুবে গেল সত্বা আমার ঐ জলধির গভীর অস্তিত্বে সহসা
ঠোঁটে চুম্বনে চুম্বুনে চুমুক দেওয়ার নেশায় নিশা হলো ভোর
স্বপ্নে যতটা ছিলাম কাছাকাছি , স্বপ্নভঙ্গে দেখি. দিল্লি বহু দূর
ঘন চুলের ছায়ায় ঢেকে রাখো যখন ছল ছল চোখ দুটির কষ্টকে
শিশুর মতোই সযত্নে লালন করো নিশ্চুপ বেদনা -বালিকাদের
কৌশলী হাসি এবং কষ্ট রাশি রাশির এমন গোপন আঁতাত দেখিনি আগে
দেখিনিতো কেমন করে সানন্দে সন্ধি করো তুমি রাগেতে অনুরাগে।
চোখে চোখ রাখতে চাতক চিত্তের আগ্রহ যে অনবরত সে কথা যতই বলি তোমায়
ততই দ্রুত নম্র লাজুকতায় লুকাও তোমার বুদ্ধিদীপ্ত নয়নখানি নিমেষেই
হতাশ হওয়া হা্ওয়ায় হাওয়ায় ভেসে চলে ভালোবাসা আমার তোমারই চোখের আশপাশে
কষ্টের কার্নিশে হেলান দেওয়া বালিকার প্রতি লক্ষ্য করে অলক্ষ্যেই বাঁশি বাজাই গলির ধারে।
চাঁদের চারপাশে চিত্ত আমার ঘুরপাক খায় নিত্যই অহরহ
তুমি কেবল চরকা কেটে চলো অকালে বার্ধক্যের অবাক করা ভ্রান্তিবিলাসে ।
প্রাণ ও চক্ষুর চাওয়া-পাওয়াতে অমিল খুঁজতে রাবীন্দ্রিক রটনাতেই তোমার বিশ্বাস
তাই বুঝি কবিতার শব্দরা হয়ে ওঠে ঘনীভূত আমার এ দীর্ঘ নিঃশ্বাস ।
Copyright@ Anis Ahmed
February 26, 2017, Dhaka